খুশখুশে কাশির সিরাপ, খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায় kashir serup

খুবই বিরক্তিকর একটি রোগ হচ্ছে কাশি। আমাদের মধ্যে অনেকেরই এই বিরক্তিকর রোগ কাশি রয়েছে। খুশখুশে কাশির সিরাপ, খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায় ও গলা খুসখুস দূর করার উপায় ইত্যাদি নিয়েই আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। আর্টিকেলটি পড়ে কাশি নিয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারবেন।

প্রিয় পাঠক, Eidmubarakpic ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো রয়েছে। তবে এই ভালোর মধ্যে অনেকের বিভিন্ন রোগ জিবানু হয়ে আছে। যেমন আপনার কাশি হয়েছে। আর কাশি হয়েছে বলেই আপনি এই কাশির সমস্যা সমাধানের পথ খুজতেছেন।

কাশি হলেই আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। বেশিদিন কাশি থাকলে কি কি সমস্যা? যক্ষা হয়ে যাবে কিনা, কোন ঔষুধ খেতে হবে। ঔষুধ এর আবার সাইডইফেক্ট আছে নাকি ইত্যাদি। তবে চলুন কাশি বিষয়ে ইত্যাদি প্রশ্ন ও বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করা যাক।

খুশখুশে কাশির সিরাপ, খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়, গলা খুসখুস দূর করার উপায়
খুশখুশে কাশির সিরাপ, খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়

কাশি কেন হয়

বিভিন্ন কারণে কাশি হয়ে থাকে। নির্দিষ্ট কোনো কারনে নয় বরং এর অনেক কারণ থাকতে পারে। যেমন- অতিরিক্ত গরমের কারনে, ধুলাবালির সংস্পর্শে, ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে কাশি হওয়াটা স্বাভাবিক। 

এছাড়াও প্রচুর গরমে শরীর ঘেমে ঠান্ডা লেগে কাশি হতে পারে। শরীর ঘামার সাথে সাথে বিশ্রাম না নিয়ে গোসল করলেও কাশি হতে পারে। হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত রোগ থেকেও কাশি হতে পারে।

কাশির ট্যাবলেট এর নাম

বাজারে কাশির অনেক ট্যাবলেট রয়েছে। নিচে কিছু কাশির ট্যাবলেট এর নাম দেওয়া হলো। এগুলো আপনাদের লোকাল বাজারে ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। প্রত্যেকটি ট্যাবলেট অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক এর প্রেসক্রিপশন এর নিয়ম অনুযায়ী সেবন করবেন।

  • Keto A 100
  • Sendo 5mg
  • Ambrox 75SR
  • Fexo 120
  • Encilor 10mg
  • Klarix
  • Brolyt 3mg
  • Askorel SR 50mg

এগুলো স্কয়ার ও অন্যান্য কোম্পানির ঔষধ। এখানে ভালো ভালো কিছু ট্যাবলেট এর নাম দেওয়া হয়েছে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে তবেই খাবেন।

কাশির সিরাপ এর নাম

বাংলাদেশে অনেক কাশির সিরাপ রয়েছে। এগুলো বড়দের কাশির সিরাপ। এগুলো বাচ্চাদের খাওয়ার জন্য নয়। এখানে স্কয়ারসহ অন্যান্য কোম্পানির কিছু কাশির সিরাপ এর নাম দেওয়া হলো।

  • পিউরিসাল সিরাপ: পিউরিসাল সিরাপটি যদিও ছোট বড় সবাই খেতে পারে। তবে সিরাপটি বেশ কার্যকরি। তবে গর্ভবতী মায়েরা এই সিরাপ খেতে পারবে না।
  • এডোভাস সিরাপ: স্কয়ার কোম্পানির সিরাপ হচ্ছে এডোভাস নামক একটি সিরাপ। এটি একটি ভালো মানের কাশির সিরাপ। এই সিরাপটির মূল্য ১০০ মিলি ৭০ টাকা এবং ২০০ মিলি ১১০ টাকা। তবে মূল্য কমবেশি হতে পারে।1
  • অফকফ সিরাপ: এই সিরাপটি জ্বর, ঠান্ডা, কাশির জন্য সেবন করা হয়ে থাকে। শুকনা কাশির জন্য এই সিরাপটি বেশ উপকারী।
  • তুসকা প্লাস সিরাপ: এই সিরাপটিও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটি পথ্য। শুস্ক কাশি, বুকে কফ জমাট বাধা, গলা ব্যথা ইত্যাদি রোগের জন্য এই সিরাপটি খাওয়া হয়। বর্তমানে এটি বাজারে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে ১০০ মিলিরি সিরাপ।
  • টমিফেন সিরাপ: যাদের শুস্ক কাশি ও অনেক কাশি হয় তাদের জন্য উপকারি। এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বমি বমি ভাব, শরীর ঝিমঝিম ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই সিরাপ সেবনে।

উপরের প্রতিটি ঔষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে সর্বশেষ টমিফেন সিরাপটি অবশ্যই ডাক্তারের পরামর্শ করে খাবেন।

বাচ্চাদের কাশির সিরাপ

বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের কাশি হচ্ছে। বড়দের তুলনায় ছোট বাচ্চাদের বেশি কাশি দেখা দিচ্ছে। ছোটদের কাশি হলে বেশি সমস্যা সৃষ্টি হয়। তারা সময়ের অতিরিক্ত সময় কাশতেই থাকে এবং এর সাথে সাথে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। বাচ্চাদের জন্য বিভিন্ন কাশির সিরাপ পাওয়া যায় তার মধ্যে উল্লেযোগ্য হলো:-

  • Remocof 
  • Adolef 
  • Adovas 
  • Ecof 
  • Tusca plus
উক্ত সিরাপগুলো শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। 

খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়

কাশি বা খুসখুসে কাশি যা যা আমাদের অনেক বিরক্ত করে সেগুলো দূর করার উপায় সম্পর্কে নিচে আলোচনা করা হবে। কাশি হলেই যে ঔষুধ খেতে হবে ব্যাপারটা এমন নয়। তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবেন। এছাড়াও ঘরোয়া উপায়ে খুসখুসে কাশি, শুস্ক কাশি, কফ, ইত্যাদির কিছু ভেষজ চিকিৎসা রয়েছে যা নিচে বর্ননা করা হলো:-

  • মধু: মধু তো বিভিন্ন রোগের ঔষধ আমরা জানি। কিন্তু মধূ কাশির জন্যও বেশ উপকারি। এক গ্লাস গরম দুধ ও দুই চামচ মধু মিশিয়ে ঘুমানের পূর্বে মধু খেলে কাশি কমে যায়। গরম দুধ না থাকলে 
  • তুলসি পাতা: তুলসী পাতা ঠান্ডা কাশির জন্য বেশ উপকারি। যেটা তুলসী পাতার ঘ্রাণ নিলেই বোঝা যায়। তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে বেশ উপকারি।
  • বাসক পাতা: বাসক পাতা সিদ্ধ করে পানি গরম থাকা অবস্থায় খেলে কাশি দ্রুত উপশন হয়।
  • লবঙ্গ: খুসখুসে কাশি দূর করতে লবঙ্গ বেশ কাজের জিনিস। লবঙ্গ জিবিয়ে রস খেলে ফেলুন। এতে কাশি দুর হয়ে যাবে।

গলা খুসখুস দূর করার উপায়

গলা খুসখুস দূর করার উপায় গুলোর মধ্যে নিচের টিপসগুলো আপনার বেশ উপকার করবে।

  • তুলসী ও মধু মিশিয়ে খান
  • হলুদ ও দুধ পান করতে পারেন।
  • অল্প পরিমান গরম ঘি এর সাথে গোলমরিচ মিশিয়ে খেতে পারেন
  • যষ্টি মধু খেতে পারেন। এতে গলা শুকিয়ে যাওয়া থেকে মুক্তি পাবেন।

দাবিত্যাগ (Disclaimer)

ঈদ মোবারক পিক একটি ব্লগ ওয়েবসাইট যেখানে স্বাধারণ স্বাস্থ্য বিষয়ক টিপস, পরামর্শ, ঔষধি গাছ, ভেষজ উদ্ধিদ সম্পর্কে তথ্য দেওয়া হয়। ইন্টারনেট/ম্যাগাজিন/পত্রিকা/বই ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে আমরা ওয়েবসাইটে প্রকাশ করে থাকি

তবে এটি মনে রাখা জরুরী যে, প্রত্যেকটি ঔষুধ, ও ঔষুধি গাছ সেবনের পূর্বে বিষেশজ্ঞ চিকিৎসকদের পরামর্শ করতে বিশেষভাবে গুরুত্ব দেয় ঈদ মোবারক পিক কর্তৃপক্ষ। তাই আমাদের ওয়েবসাইটের সরাসরি পরামর্শ অনুসারে কোনো ঔষুধ বা ঔষুধি গাছ সেবন, লাগানো, ব্যবহার, ইত্যাদি থেকে বিরত থাকতে পরামর্শ দেয়।

পরিশেষে

খুসখুস কাশি বা গলা খুসখুস বা বিরক্তিকর কাশি ইত্যাদি দূর করার উপায় সম্পর্কে আশা করি সবাই জানতে পেরেছেন। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে কি বিষয়ে আর্টিকেল পড়তে সেটি কমেন্ট করে জানাতে পারেন।

কাশি একটি রোগ, প্রাথমিক অবস্থায় কাশির প্রাথমিক চিকিৎসা করা উচিৎ। তবে কাশি বেশিদিন হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ করবেন। সকলে সুস্থাস্থ্য কামনা করে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।

Source: tipspoka, digitaltuch, 

Post a Comment